পাবনার চাটমোহর পৌরসভার বাজেট ১০ বছর পর ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ২০২৫-২০২৬ অর্থ বছরের ১৮ কোটি ৮৭ লাখ ৪৮ হাজার ৮’শ ৪৪ টাকার সাধারণ ও প্রস্তাবিত বাজেট পেশ করেন চাটমোহর পৌরসভার প্রশাসক ও চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী। এসময় পৌরসভার সদস্য মনজুরুল আলম, মোঃ এনামুল কবির, মোঃ সোহেল রানা, মোঃ আব্দুল মাবুদ, মোঃ আব্দুল গনিসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আওয়ামী সরকারের আমলে গত ১০ বছর বাজেট ছাড়াই শত শত কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হয়।
71
পাবনার চাটমোহর পৌরসভার বাজেট ১০ বছর পর ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ২০২৫-২০২৬ অর্থ বছরের ১৮ কোটি ৮৭ লাখ ৪৮ হাজার ৮’শ ৪৪ টাকার সাধারণ ও প্রস্তাবিত বাজেট পেশ করেন চাটমোহর পৌরসভার প্রশাসক ও চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী।
এসময় পৌরসভার সদস্য মনজুরুল আলম, মোঃ এনামুল কবির, মোঃ সোহেল রানা, মোঃ আব্দুল মাবুদ, মোঃ আব্দুল গনিসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আওয়ামী সরকারের আমলে গত ১০ বছর বাজেট ছাড়াই শত শত কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হয়।