গাবতলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান গাঁজাসহ যুবককে তিন মাসের কারাদণ্ড

: রাসেল আহম্মেদ (স্টাফ রিপোর্টার) বগুড়া
প্রকাশ: 3 months ago

175

গাবতলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান গাঁজাসহ যুবককে তিন মাসের কারাদণ্ড।২২ শে অক্টোবর ২০২৫, বগুড়া জেলার গাবতলী উপজেলার দূর্গাহাটা ইউনিয়নের লাল খাঁ পাড়ায় সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ ও গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ সেরাজুল হকের নেতৃত্বে এক ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে মাদকবিরোধী অভিযানে শুকনা গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক ব্যবসায়ী মেজবাহ হক (৩০)-কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। স্থানীয়রা জানান, প্রশাসনের এ ধরনের নিয়মিত অভিযান এলাকায় মাদক নিয়ন্ত্রণে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং সাধারণ মানুষ এখন আরও সচেতন হয়ে উঠছেন।