
পাবনার চাটমোহর উপজেলায় এক কসাইয়ের বিরুদ্ধে শিয়ালের মাংস বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের আফজালপাড়া গ্রামের মাংস বিক্রেতা আশু প্রামাণিকের ছেলে আশরাফুল মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে স্থানীয় কয়েকজনের সহযোগিতায় একটি শিয়াল শিকার করে। পরে সেই শিয়ালের মাংস হরিপুর বাজারে বিক্রির চেষ্টা করলে বিষয়টি এলাকাবাসীর নজরে আসে।
ঘটনাটি জানাজানি হলে পরিস্থিতি বেগতিক দেখে আশরাফুল শিয়ালের মাংস গোপন করতে ধুলাউড়ি আক্কাস চেয়ারম্যানের জোলার ব্রিজের নিচে পুঁতে ফেলার চেষ্টা করে। এ সময় স্থানীয়রা তাকে ধাওয়া দিলে সে পালিয়ে যায়।
এ বিষয়ে চাটমোহর থানা অফিসার ইনচার্জ মো. সারোয়ার হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রাথমিকভাবে শিয়ালের মাংস বিক্রির অভিযোগের সত্যতা মিলেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত প্রক্রিয়ায় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
অন্যদিকে, অভিযোগ উঠেছে—ঘটনাটি ধামাচাপা দিতে আশরাফুল স্থানীয় বিএনপি নেতাসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিকে ‘ম্যানেজ’ করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
এলাকার একাধিক বাসিন্দা আরও জানান, আশরাফুল এর আগেও পাবনা সদরের বিভিন্ন হোটেলে শূকরের মাংস বিক্রি করতে গিয়ে ধরা পড়েছিল। এছাড়াও এলাকায় শিয়ালের মাংস ও মরা ছাগলের মাংস বিক্রির সময় একাধিকবার তাকে হাতেনাতে আটক করে স্থানীয়রা।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকাবাসী দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।