বগুড়ার দুপচাঁচিয়ায় চাল ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি ও হত্যা: এক বৃদ্ধাকে শ্বাসরোধে খুন

: সুচন্দন সরকার, বগুড়া
প্রকাশ: ১ সপ্তাহ আগে

13

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভাধীন তালোড়া বাজারে এক মর্মান্তিক ডাকাতির ঘটনা ঘটেছে। গত মধ্যরাতে চাল ও ভূষি ব্যবসায়ী হিমু পোদ্দার আগরওয়ালার (৬২) বাড়িতে এই দুঃসাহসিক ডাকাতি সংঘটিত হয়, যাতে বিমলা পোদ্দার (৬৭) নামের এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

​জানা যায়, অজ্ঞাতনামা একদল ডাকাত ঘরের টিনের চাল ভেদ করে বাড়িতে প্রবেশ করে। বাড়িতে বসবাসরত ৫ জন প্রবীণ ভাই-বোনকে অস্ত্রের মুখে জিম্মি করে তারা। ওই ৫ জনই ৬০ থেকে ৭০ বছর বয়সী, অবিবাহিত এবং এদের মধ্যে দুজন প্রতিবন্ধী ও অসুস্থ। ডাকাতেরা তাদেরকে মারধর করে এবং হাত-পা বেঁধে ফেলে। এরপর তারা ঘর তছনছ করে প্রায় ৩ লক্ষ টাকা ও ৩টি মোবাইল ফোন লুটে নেয়।

​ডাকাতির সময় ডাকাতদের হাতে নির্মমভাবে শ্বাসরোধ করে খুন হন বিমলা পোদ্দার। নিহত বিমলা পোদ্দারসহ ওই বাড়িতে ৫ ভাই-বোন একসাথে বসবাস করতেন এবং তারা চাল-ভূষির ব্যবসা করতেন।

​খবর পেয়ে দুপচাঁচিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার তদন্ত শুরু করেছে।