বগুড়ার দুর্গাহাটার দুই বাড়িতে ডাকাতির চেষ্টা, বাধা পেয়ে দুষ্কৃতিকারীদের দাহ্য পদার্থ নিক্ষেপ

: সুচন্দন সরকার, বগুড়া
প্রকাশ: ২ সপ্তাহ আগে

8

বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের সোলারতাইর গ্রামে গত শনিবার দিবাগত রাতে দুইটি বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। আনুমানিক রাত ৮টায় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা মোঃ তারেক হোসেন ও মোঃ মিল্লাত হোসেনের বাড়িতে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের চেষ্টা চালায়।

​ডাকাতির সময় স্থানীয় লোকজনের পক্ষ থেকে বাধার সম্মুখীন হয় দুষ্কৃতিকারীরা। পরিস্থিতি বেগতিক দেখে তারা উপস্থিত লোকজনের দিকে দাহ্য পদার্থ নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

​এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।