বগুড়ার শাজাহানপুরে এক গৃহকর্মীর বিরুদ্ধে মিথ্যা চুরির মামলা ও শারীরিক নির্যাতনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন

: সুচন্দন সরকার, বগুড়া
প্রকাশ: ১ মাস আগে

13

বগুড়ার শাজাহানপুরে এক গৃহকর্মীর বিরুদ্ধে মিথ্যা চুরির মামলা ও শারীরিক নির্যাতনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। রবিবার (২১ সেপ্টেম্বর, ২০২৫) শাজাহানপুর প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

​লিখিত বক্তব্যে ভুক্তভোগী গৃহকর্মী মরিয়ম বেগমের বোন মমতা বেগম জানান, চলতি বছরের ৬ এপ্রিল মরিয়মকে একটি সাজানো চুরির মামলায় গ্রেপ্তার করা হয় এবং তাকে জেলহাজতে পাঠানো হয়। এর আগে, ২৪ মার্চ তার গৃহকর্তা হাসান আলী মিয়া ও তার স্ত্রী হাফিজা খাতুন মরিয়মের বাড়িতে স্বর্ণালংকার খোঁজার জন্য তল্লাশি চালান। সে সময় তারা কিছু না পেলেও পরে মরিয়মকে তাদের বাড়িতে ডেকে নিয়ে বেদম মারধর করেন।

​মমতা বেগমের অভিযোগ, মারধরের এক পর্যায়ে গৃহকর্তার কলেজ পড়ুয়া মেয়ে রান্নাঘর থেকে নিজেই গহনা বের করে এনে জানান, এগুলো মরিয়ম লুকিয়ে রাখেননি। এরপরও পুলিশকে দিয়ে সাজানো মামলায় মরিয়মকে ফাঁসানো হয়।
​সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রথমে পুলিশ মরিয়মকে উদ্ধার করে মুচলেকা নিয়ে ছেড়ে দিলেও তিন দিন পর একটি নতুন মামলা (নং-৪৪, ধারা: ৩৮০/৩২৩/৫০৬(২)) রেকর্ড করা হয়। এই মামলায় পুলিশ রিমান্ডে নিয়ে ভয়ভীতি ও নির্যাতনের মাধ্যমে জোরপূর্বক ১৬৪ ধারায় স্বীকারোক্তি আদায় করে।
​এই মিথ্যা মামলার কারণে মরিয়মের তিন বছরের শিশু কন্যা চরম কষ্টে দিন কাটাচ্ছে এবং তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। স্থানীয়ভাবে তাদের বিরুদ্ধে অপপ্রচারও চালানো হচ্ছে।

​সংবাদ সম্মেলনে মমতা বেগম নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। একইসঙ্গে, নির্যাতিত মরিয়ম ও তার শিশুকন্যার ভবিষ্যৎ সুরক্ষায় তিনি গণমাধ্যম কর্মীদের সহায়তাও চেয়েছেন।