শাজাহানপুরে দৈনিক মানবকণ্ঠের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপিত

: সুচন্দন সরকার, বগুড়া
প্রকাশ: ১ মাস আগে

6

শাজাহানপুরে দৈনিক মানবকণ্ঠের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) উপজেলা হলরুমে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা তাইফুর রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম উর্মি, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, এবং উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোখলেসুর রহমান মুকুল।

​অনুষ্ঠানে শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমানসহ স্থানীয় রাজনীতিবিদ, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দৈনিক মানবকণ্ঠের শাজাহানপুর উপজেলা প্রতিনিধি আব্দুল কাইয়ুম এই অনুষ্ঠানের আয়োজন করেন।