৫ দিনের মাথায় আবারও গুলি করে যুবককে হত্যা

: খুলনা প্রতিনিধি
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

8

মায়ের পাশে ঘুমন্ত যুবককে গুলি করে হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও আরেক যুবককে মাথায় পিস্তল ঠেকিয়ে খুনের ঘটনা ঘটেছে।

সোমবার (৬ অক্টোবর) রাত ৮টার দিকে সদর থানার ১ নম্বর কাস্টম ঘাট এলাকায় একটি ইট বিক্রির অফিসের ভেতরে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম ইমরান মুন্সী। তিনি নগরীর মুন্সীপাড়া দ্বিতীয় লেন এলাকার বাসিন্দা মৃত বাবুল মুন্সীর ছেলে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী কমিশনার (মিডিয়া) খোন্দকার হোসেন আহম্মেদ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, নিহত ইমরান একটি সন্ত্রাসী চক্রের সদস্য ছিলেন। তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে। যারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা চিহ্নিত সন্ত্রাসী গ্রুপের সদস্য। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

খোন্দকার হোসেন আহম্মেদ বলেন, ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্তে অভিযান শুরু করেছে।