তাড়াশে মহান বিজয় দিবস পালিত

: তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: 1 month ago

77

নানা কর্মসূচির মধ্য দিয়ে চলনবিলের তাড়াশে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচির উদ্বোধন করেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান।

এরপর উপজেলা হেলিপ্যাড মাঠে শহীদদের স্মরণে ৩১ বার তোপধ্বনি দেওয়া হয়। পরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং সকল বীর শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

অন্যদিকে, সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় হেলিপ্যাড মাঠে উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুল-কলেজের শিক্ষার্থী এবং তাড়াশ থানা পুলিশের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এম আফসার আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াশ শাখার আমির খ. ম. সাকলাইন, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।