চলুন ঘুরে আসি পাবনার কক্সবাজারে— ফরিদপুরের জিরো পয়েন্ট বনওয়ারি

- আপডেট সময় : ১২:৪৯:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫ ২১ বার পড়া হয়েছে

পাবনা জেলার ফরিদপুর উপজেলায় গড়ে উঠেছে নতুন এক পর্যটন স্পট, যা স্থানীয়দের কাছে পরিচিত “পাবনার কক্সবাজার” নামে। এর নাম জিরো পয়েন্ট বনওয়ারি।
প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই এলাকাটি এখন ভ্রমণপিপাসু মানুষের অন্যতম গন্তব্য হয়ে উঠেছে।
ফরিদপুর উপজেলা সদর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরত্বে অবস্থিত বনওয়ারি এলাকায় রয়েছে খোলা প্রকৃতি, ছোট ছোট বিল, সবুজ ধানক্ষেত, এবং বিস্তৃত হাওর অঞ্চল।
বর্ষা মৌসুমে এখানে নৌকায় ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা যেন ভ্রমণকারীদের নিয়ে যায় ভিন্ন এক জগতে।
স্থানীয় উদ্যোগে কিছু জায়গায় বাঁশ ও কাঠ দিয়ে তৈরি করা হয়েছে ছোট ছোট বসার স্থান, সেলফি কর্নার এবং পর্যটকদের জন্য বিশ্রামাগার।
বিকেলের দিকে সূর্যাস্তের রঙ মিশে যায় পানির ওপর, আর তখনকার দৃশ্য মোহিত করে দর্শনার্থীদের।
স্থানীয় এক ব্যবসায়ী আব্দুল কুদ্দুস বলেন,
> “আমরা নিজেরাই চাঁদা তুলে জায়গাটা একটু একটু করে সাজিয়েছি। এখন প্রতিদিনই মানুষ আসে। এতে আমাদের দোকানপাটেও রোজগার বাড়ছে।”
এলাকাবাসীর দাবি, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই জায়গাটি পাবনার একটি স্থায়ী পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে।