
১৮ আগস্ট ২০২৫, বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভরিয়া পশ্চিমপাড়া গ্রামে আগুনে ক্ষতিগ্রস্ত এক বিধবা নারীর হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। দলীয় নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং দুঃসময়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন। এ সময় বক্তারা বলেন, বিএনপি সবসময় জনগণের সুখ-দুঃখে পাশে থেকেছে এবং ভবিষ্যতেও মানবিক দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ থাকবে।
এ মানবিক কার্যক্রমে অংশ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান শাকিল, দেউলী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন মাস্টার, দেউলী ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মোত্তাসিন বিল্লাহ, বগুড়া জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সিয়াম ইবনে জিন্নাহ্, মোকামতলা ইউনিয়ন ছাত্রদলের নেতা শাহরিয়ার শাকিল ও আব্দুল হাকিম, সৈয়দপুর ইউনিয়ন ছাত্রদলের প্রচার সম্পাদক মো: রকি আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, দুঃসময়ে একে অপরের পাশে দাঁড়ানোই আমাদের ঈমানি ও সামাজিক দায়িত্ব।