বগুড়া স্কুলগামি শিক্ষার্থীদের উপর বখাটেদের হামলা আতঙ্কে অভিভাবক

: সোহেল আহম্মেদ (বগুড়া সদর)
প্রকাশ: ২ মাস আগে

10

বগুড়া শহরের মালতি নগর স্টাপকোয়াটার করি তোলা সড়কে গতকাল আনুমানিক বিকেল ৫ টার দিকে ৩ জন স্কুলগামী শিক্ষার্থী অটোরিকশাই করে স্কুল ছুটি শেষে বাড়ি ফিরছিল। হঠাৎ করে ৪ জন সন্ত্রাসী যুবক গালিগালাজ শুরু করে এবং ইজি বাইকটি থামতে বলে শিক্ষার্থীরা ইজিবাইক চালকে কে বলে ভাই একটু জোরে যান তাৎক্ষণিক ৪ জন সন্ত্রাসী ইজিবাইটিকে দৌড়ে ধরে তিন শিক্ষার্থীকে ইজিবাইক থেকে নেমে নেয় ছুরি দেখিয়ে। ওই ৪ জন ব্যক্তির মধ্যেও একজনকে চেনা যায় বলে শিক্ষার্থী জানিয়েছেন। তার নাম সোহান পাইকার পাড়া ভাড়া বাড়িতে থাকে বলে জানা গেছে। তার পিতার নাম মোঃ মিলন সন্ত্রাসীরা শিক্ষার্থীদের চড় থাপ্পর মারতে শুরু করে কিছু পথচারী এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

স্কুলকে গামি শিক্ষার্থীদের নিরাপত্তার জন‍্য পুলিশ প্রশাসনের নজর দাড়ি বাড়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ করছি।